বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৯ মে ২০২৪ ২০ : ৩৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: নিজেদের কাজ করলেন প্যাট কামিন্সরা। পাঞ্জাব কিংসকে হারিয়ে টেবিলে দু'নম্বরে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ। তবে রাজস্থান রয়্যালস যদি কেকেআরকে হারিয়ে দেয়, তাহলে আবার তৃতীয় স্থানে নেমে যাবে হায়দরাবাদ। সবটাই কেকেআর-রাজস্থান ম্যাচের ওপর নির্ভর করবে। তবে নিজেদের কাজটা সেরে রাখল কামিন্সের দল। রবিবার প্রথম ম্যাচে ঘরের মাঠে পাঞ্জাবকে ৪ উইকেটে হারাল হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ২১৪ রান তোলে পাঞ্জাব কিংস। ৫ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়সূচক রানে পৌঁছে যায় সানরাইজার্স। সাধারণত রান তাড়া করে রেকর্ড ভাল না হায়দরাবাদের। একমাত্র লখনউয়ের বিরুদ্ধে পরে ব্যাট করে জেতেন কামিন্সরা। কিন্তু এদিন রানের পাহাড় তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাট করেন অভিষেক শর্মা। ২৮ বলে ৬৬ রান করেন। বিধ্বংসী ইনিংসে ছিল ৬টি ছয়, ৫টি চার। মূলত জয়ের ফাউন্ডেশন গড়ে দেন তিনি। দুশোর ওপরে রান তাড়া করতে নেমে প্রথম বলেই ট্রাভিস হেডকে হারায় হায়দরাবাদ। শূন্য রানে ফেরেন দলের সবচেয়ে সফল এবং ধারাবাহিক ব্যাটার। তারপর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অভিষেক। একাই দলকে এগিয়ে নিয়ে যান। রান পান রাহুল ত্রিপাঠি (৩৩) এবং নীতিশ কুমার রেড্ডি (৩৭)। শেষদিকে দ্রুত রান তোলেন হেনরিচ ক্লাসেন। ২৬ বলে ৪২ রান করে আউট হন। ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের রানে পৌঁছে যায় হায়দরাবাদ।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অস্থায়ী অধিনায়ক জীতেশ শর্মা। টপ অর্ডার সফল। সবাই রান পান। দারুণ শুরু করে অথর্ব তাইদে (৪৬) এবং প্রভসিমরন সিং (৭১) জুটি। প্রথম উইকেটে ৯৭ রান যোগ করেন। একটুর জন্য অর্ধশতরান হাতছাড়া করেন অথর্ব। আইপিএলে নিজের সেরা ইনিংস খেলেন প্রভসিমরন। ৪টি ছয়, ৭টি চারের সাহায্যে ৪৫ বলে ৭১ রান করেন। দারুণ খেলেন রিলি রসুও। ২৪ বলে ৪৯ রানে আউট হন। মাত্র ১ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। শেষদিকে গুরুত্বপুর্ণ ৩২ রান যোগ করেন জীতেশ। কিন্তু শেষপর্যন্ত লাভ হয়নি।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
তৈরি হয়েছে বিতর্ক, কাটা গিয়েছে ম্যাচ-ফি, এত কাণ্ডের পরেও মেলবোর্নে নাচছেন কোহলি, ব্যাপারটা কী?...
কনস্টাসের উত্থানের পিছনে রয়েছেন এক বাঙালি কোচ, জেনে নিন খবরের ভিতরের খবর...
বুমরা-সিরাজকে ব্যাট হাতে তুলোধোনা, বাবার এই ভুল কঠিন লড়াইয়ের জন্য তৈরি করে দিয়েছিল কনস্টাসকে...
অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট, ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ...
'গতি হারিয়েছে, তবুও মেসির থেকে ভাল রোনাল্ডো', 'এলএম ১০' -কে কটাক্ষ আর্জেন্টাইন প্রাক্তনের ...
'আকাশ পথে প্রেম করেছি...', সিন্ধু-ভেঙ্কটের ভালবাসার গল্প হার মানাবে সিনেমাকেও...
বক্সিং ডে টেস্ট কেবল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই আয়োজিত হয় কেন? জেনে নিন আসল কারণ ...
মেলবোর্নে কোহলির বড়দিন, অনুষ্কার সঙ্গে ক্যাফেতে, হাঁটলেন ব্যস্ত রাস্তায়, ভিডিও ভাইরাল ...
'একদল নির্বোধ ১৮ বছর বয়সে আমাকে দলে নিয়েছিল', ১৯ বছরের কনস্টাসের অভিষেকের আগে বার্তা কামিন্সের ...
সান্তা সাজে ক্যাপ্টেন কুল, বক্সিং ডে টেস্টের আগে বিরাটরা কী উপহার চাইলেন মাহির কাছে?...
দর্শকদের বললেন চুপ থাকতে, মেলবোর্নে ভারতীয় দলের অনুশীলনে অন্য কোহলিকে দেখল অস্ট্রেলিয়া...
কেমন আছেন কাম্বলি? জানুন চিকিৎসক কী বলছেন
'ও তো আমেরিকায় কৃষকদের লিগে খেলে', মেসিকে তীব্র আক্রমণ কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলারের ...
অনুশীলনে বলের গ্রিপ নিয়ে রোহিতের পরীক্ষা নিরীক্ষা, মেলবোর্ন টেস্টে কি বল করবেন ভারত অধিনায়ক? ...
পাড়ুকোন ব্যাডমিন্টন স্কুল ও বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমির শীতকালীন ক্যাম্প শেষ হল বানতলায়, উঠতি খেলোয়াড়দের দক্ষতা বাড...